অবশেষে রংপুর সিটি করপোরেশন ঘোষনা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ সংক্রান্ত ফাইলটি স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ফেরত পাঠানো হয়েছে। ফলে রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে রুপান্তরিত করার বিষয়টি লালফিতায় বন্দি হয়ে গেল। এ ঘটনায় রংপুরের সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভ আর হতাশা দেখা দিয়েছে। রংপুরকে সিটি করপোরেশন করার দাবিতে রংপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হরতাল সহ লাগাতার আন্দোলনের কর্মসূটি ঘোষনা নিয়ে মাঠে নামছে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী গত বছর ৮ জানুয়ারী রংপুর জিলা স্কুর মাঠে আয়োজিত জনসভায় ঘোষনা করেছিলেন যে রংপুরকে সিটি করপোেেরশন ও বিভাগ করা হবে। সেই সাথে রংপুরের উন্নয়নের জন্য প্যাকেজ কর্মসূচিও ঘোষনা করেন। প্রধানমন্ত্রীর নির্দ্দেশ অনুযায়ী বিভাগ ঘোষনা করা হয়েছে এবং এর মধ্যে বিভাগীয় সকল কর্মকান্ড শুরু হয়েছে। কিন্তু সিটি করপোরেশন করার ঘোষনা বাস্তবায়ন নিয়ে নানান জটিলতা দেখা দিয়েছে। স্থানীয় সরকার ,মন্ত্রনালয়ের সচিব আবু আলম শহীদ খান ডিসেম্বরেই সিটি করপোরেশন ঘোষনা করার কথা জানিয়ে তারিখ পর্যন্ত নির্দ্ধারন করে দিয়েছিলেন। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও জাতীয় দৈনিকে তা ফলাও করে প্রচার হয়েছিলো । কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় তা ধমকে গেছে । এ ব্যাাপারে জেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন রংপুরকে সিটি করপোরেশন করার সকল প্রক্রিয়াই চুড়ান্ত করা হয়েছে। সীমানা নির্দ্ধারন, মাষ্টার প্লান করা সহ সকল কাজই শেষ হয়েছে। প্রায় ২শ বর্গকিলোমিটার এলাকা নিয়ে দেশের তৃতীয় বৃহত্তম সিটি করপোরেশন হবার কথা। শুধু তাই নয় সীমানা নির্দ্ধারন বিষয়ে আপত্তির শুনানী ও নিস্পত্তি হয়ে গেছে। সিটি করপোরেশন করা হবে বলে রংপুর পৌরসভা সহ ১০টি ইউনিয়নের নির্বাচন পর্যন্ত করা হয়নি। কারন এই সব ইউনিয়নের বেশীর ভাগ এলাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত হবে। সকল প্রস্তুতি শেষ করে চুড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে ফাইল পাঠানো হয়েছিলো। কিন্তু বৃহস্পতিবার ফাইলটি প্রধান মন্ত্রীর দপ্তর থেকে ফেরত পাঠানোর কারনে সিটি করপোরেশনের বিষয়টি আবারো অনিশ্চিত হয়ে পড়েছে ।
এ ব্যাপারে রংপুর পৌরসভার মেয়র আব্দুর রউফ মানিক সহ জেলা ও বিভাগীয় প্রশাসনের একাধিক কর্মকর্তা ফাইল ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাাপারে কোন মন্তব্য করতে রাজি হননি । এমনকি খোদ আওয়ামী লীগের সব নেতাই মুখে কলুপ এটেছেন ।
রংপুর সিটি করপোরেশন ঘোষনা না করায় ঘটনায় সিপিবি রংপুর জেলা সভাপতি কমরেড শাহাদত হোসেন, জাসদ সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা, জেলা জাপার সদস্য সচিব মোস্তাফিজার রজমান মোস্তফা, বিশিষ্ট কথা সাহিত্যিক এমএ বাশার অভিন্ন সুরে বলেছেন এ ঘটনার মধ্য দিয়ে প্রমানিত হয়েছে বর্তমান সরকারও রংপুরের উন্নয়নে আন্তরিক নয়। এর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে তারা মনে করেন। কারন প্রধানমন্ত্রীই ঘোষনা দিয়েছিলেন রংপুরকে সিটি করপোরেশনের ।
সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম রংপুর বিভাগ সিটি কর্পোরেশন ঘোষনায় কালক্ষেপন করার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই সমাবেশ থেকে কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সাংবাদিক এসএম পিয়াল। এদিকে নাগরিক কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন এ ঘটনার প্রাতিবাদে সমাবেশ বিক্ষোভ, হরতাল সহ লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষনা করার প্রস্তুতি নিচ্ছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জাহুরুল ইসলাম/রংপুর