রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর দুই শতাধিক কর্মচারি নিয়োগে চরম দূর্নিতী, সেচ্ছাচারিতা ও জনপ্রতি ৪ থেকে ৬ লাখ টাকা ঘুষ গ্রহন সহ বিভিন্ন অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহন করে নিয়োগ প্রদান ও হাসপাতালের পরিচালক ডা. তৌফিকুল ইসলাম ও অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রউফের অপসারনের দাবিতে সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবে যৌথ সাংবাদিক সম্মেলন করেছে রংপুর জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং মুক্তিযোদ্ধা রংপুর জেলা ইউনিট।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রউফ কর্মচারি নিয়োগের নামে ৩০ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগ বানিজ্য করেছেন। একই ভাবে হাসপাতালের পরিচালক ডা. তৌফিকুল ইসলাম ১৮১ জন কর্মচারি নিয়োগের নামে ৯ কোটি টাকা নিয়োগ বানিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। এখানে মৌখিক ও লিখিত পরীক্ষার নামে প্রহসন করা হয়েছে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ না দিয়ে জনপ্রতি ৪ থেকে ৬ লাখ টাকা ঘুষ নিয়ে টাকাকেই যোগ্যতার মাপকাঠি করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোটা সহ প্রতিবন্ধি ও সুইপারদের কোটা পুরন করা হয়নি ।
নেতৃবৃন্দ বলেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মচারী নিয়োগ নিয়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে যে কোন সময় বড় ধরনের কোন সংঘর্ষের ঘটনা ঘটে যেতে পারে। তাই অবৈধ্যভাবে নিয়োগ প্রদান অবিলম্বে বাতিল করতে হবে। তারা নতুন করে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মেডিকের কলেজ ও হাসপাতালে কর্মচারী নিয়োগের ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে তাদের দাবি মেনে নেয়া না হলে মানববন্ধন, হরতাল সহ লাগাতার আন্দোলন করে রংপুর অচল করে দেয়া হবে বলে ঘোষনা দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহাম্মেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সফি, সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা জাপার সাবেক সাধারন সম্পাদক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মশিয়ার রহমান রাঙ্গা, জেলা জাপা নেতা সৈয়দ নুর আহাম্মেদ টুলু , জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি ইউনিট কমান্ডার মতিয়ার রহমান ও গোলাম মোস্তফা প্রমুখ। এসময় জেলা আওয়ামীলীগ ও জাপার কয়েক’শ নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জহুরুল ইসলাম/রংপুর