জহুরুল ইসলাম জহির, রংপুর

রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক ডাকা রংপুর বিভাগের ৮ জেলায় শুক্রবার সকাল থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট  শুক্রবার সন্ধা ৬ টা থেকে স্থগিত করা হয়েছে। এ ঘোষনার পর যান চলাচল আবারো শুরু হয়েছে ।

এ ব্যাপারে রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আকতার হোসেন বাদল জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহাজাহান খানের সাথে উদ্ভুত পরিসি’তি নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

নৌ পরিবহন মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন সন্ত্রাসীদের হামলায় আহত মটর শ্রমিক নেতা মজিদ সহ অন্যান্য শ্রমিক নেতাদের উপর হামলা ও যানবাহনে অগ্নি সংযোগের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস’া গ্রহন করা হবে । মন্ত্রীর আশ্বাসের কারনেই ধর্মঘট স’গিত করা হয়েছে ।

এদিকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারসন সম্পাদক ওসমান আলী আজ শনিবার রংপুরে আসছেন তিনি সার্বিক ঘটনা জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে শ্রমিক নেতা বাদল জানিয়েছেন। অন্যদিকে রংপুরের পুলিশ সুপার সালেহ মোঃ তানভীর ধর্মঘট স’গিত করার বিষয়টি নিশ্চিত করেছেন ।

এদিকে আকস্মিক ডাকা পরিবহন ধর্মঘটের কারনে হাজার হাজার যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান মটর শ্রমিক নেতা মজিদ সহ অন্যান্য শ্রমিক নেতাদের উপর হামলার ঘটনায় আব্দুল মজিদ নিজে বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন । অন্যদিকে শুক্রবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে তান্ডবের ঘটনায় বিশাল আকারের ছোড়া সহ গ্রেফতার হওয়া আশরাফুল ইসলামকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয়া হয়েছে। তবে শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করেছেন পুলিশ বাস টার্মিনালে তান্ডব চালানোর ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here