আট দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও পলিটেকনিক শিক্ষক পরিষদ রোববার সকাল সাড়ে ১১ টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন পলিটেকনিক শিক্ষক সমিতির রংপুর জেলা সভাপতি শফিকুল ইসলাম, রংপুর শিক্ষক পরিষদের সভাপতি রাশেদুল আমীন, সাধারন সম্পাদক আবু রায়হান, সাধারন সম্পাদক ইন্দ্রজিত কুমার নাহার, সহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, সুজাউল করিম, আকবর আলী প্রমুখ।
সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার পলিটেকনিক শিক্ষকদের শিক্ষার মর্যাদা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতায় ৫০ ভাগ থেকে ৭০ ভাগে উন্নিত করার কথা দিয়েছিল। কিন’ তা করেনি। এছাড়াও ২য় শিফট প্রোগামের সম্মানী মূল বেতনের ১০০ ভাগ করার প্রতিশ্রুতি বাস-বায়ন এবং পলিটেকনিক ছাত্রদের বৃত্তির কোটা ৬৫ ভাগ থেকে ১’শ ভাগে উন্নিত করার দাবী জানান তারা।
বক্তারা আরো বলেন, কারিগরি শিক্ষা ও শিক্ষকদের মান বাড়াতে দেশে বিদেশে আধুনিক প্রশিক্ষণ এবং টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকদের সকল পদ দ্রুত পুরণ করতে হবে। পাশাপাশি শর্ট কোর্স এবং শিক্ষক প্রশিক্ষণে মাস্টার্স প্রোগ্রাম চালু করতে হবে। টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ৯৯টি টিটি জুনিয়র ইনস্ট্রাক্টর ও ৩৩ টি টিটি ইনস্ট্রাক্টর পদে রিটেশন দিতে হবে। এবং ১৯৯৯ সাল থেকে প্রবর্তিত পরীক্ষার বিভিন্ন কাজের সম্মানী বর্তমান অবস’া অনুযায়ী দেয়ার আহবান জানান। তা না হলে দেশে আরো বৃহৎ কর্মসুচী দেয়ার হুমকি দেন সংগঠনের নেতারা।
জহুরুল ইসলাম জহির, রংপুর