রংপুর শহরের ধাপ আর কে রোডস্থ একটি বাড়ির ৩ তলা থেকে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তাকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। ঘটনার পর থেকে ওই বাড়ির সকল সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। গটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রংপুর শহরের ধাপ আর,কে রোডস্থ শিশু বিশেষজ্ঞ ডা. ইউসুফ হোসেনের বাড়ির ৩ তলায় ভাড়া থাকতো রংপুর টিএন্ডটি’র অবসরপ্রাপ্ত হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল হাকিম (৬২)। সোমবার দুপুরে তাকে বাসা থেকে কে বা কারা ফেলে দিলে তিনি মাটিতে পড়ে যান। গুরতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে কোতয়ালী থানার এস.আই মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, ময়না তদন্তের পরই হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটিত হবে। সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা গেছে ৩ তলা বাড়ির বারান্দার গ্রীলের সামান্য একটু খালি জায়গা রয়েছে যা দিয়ে কোন ভাবেই কারো পক্ষেই লাফ দিয়ে নীচে পড়ে যাবার সম্ভাবনা নেই বললেই চলে। বৃদ্ধ আব্দুল হাকিমকে ৩ তলা থেকে ফেলে দিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারনা করছে। তবে এ ঘটনার পর থেকে ওই বাড়ির কাউকেই পাওয়া যায়নি। ফলে কি ভাবে ৩ তলা থেকে পড়ে গেল তা জানা যায়নি।
এদিকে কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, পুরো ঘটনা রহস্যময়। এ ব্যাাপারে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করতে আসেনি। তবে আপাতত ইউডি মামলা হবে। ময়না তদন্ত প্রতিবেদন পাবার পরেই নিয়মিত মামলা হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জহুরুল ইসলাম/রংপুর