রংপুরে সাবেক টিএন্ডটি কর্মকর্তা আব্দুল হাকিম হত্যাকান্ডের রহস্য এখনও উদঘাটিত হয়নি। খুনের ঘটনার সাথে জড়িত অজ্ঞাত ৩ ব্যক্তিকে খুঁজছে পুলিশ। এই তিন ব্যক্তিকে খুজে পেলে খুনের ঘটনার খুলকিনারা পাওয়া যাবে বলে মামলার তদন্তকারি কর্মকর্তা জানিয়েছেন। তবে খুনের সাথে জড়িত সন্দেহে পুলিশ ডা. ইউসুফের কর্মচারীকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। এদিকে মঙ্গলবার ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রংপুর জেলার পীরগাছা উপজেলার পাওটানা এলাকার সাবেক টিএন্ডটি হিসাব রক্ষক আব্দুল হাকিম (৬৪) ৭ বছর আগে শিশু বিশেষজ্ঞ ডা. ইউসুফের ৫ তলার বাসার ৩ তলায় ভাড়া নেন। তখন থেকেই তিনি সেখানে বসবাস করতেন। তার দুই ছেলের মধ্যে শোভন লন্ডন প্রবাসী ও ছোট শাওন ঢাকার একটি বেসরকারি মোবাইল কোম্পানীর কর্মকর্তা। গত সোমবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে আব্দুল হাকিমকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে।
এদিকে, আব্দুল হাকিম নিহত হওয়ার ঘটনায় তার ছোট ভাই আব্দুল হামিদ কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেছেন। এই মামলায় অজ্ঞাত ৩ ব্যক্তিকে আসামী করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ডাক্তারের এ্যাপ্রোন পরিহিত ওই তিন ব্যক্তি বাসার কলিং বেল টিপে ঘরে প্রবেশ করেছিলেন। সে সময় সাবেক টিএন্ডটি কর্মকর্তার স্ত্রী শিরিনা আক্তার রানী বাড়ির বাইরে ছিলেন। তবে সেখানে তার বিধবা বড় বোন হামিদা বেগম ছিলেন।
তিনি সাংবাদিকদের বলেন, দূর্বৃত্তরা তাকে বটি দিয়ে হত্যার হুমকি দিয়ে টয়লেটে আটকিয়ে রাখে। সেসময় দূর্বৃত্তরা ৩ তলার বেলকুনির গ্রিল ঠেলে আব্দুল হামিদকে নিচে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালায়। ওই গ্রিলের মধ্যে রক্তের দাগ রয়েছে বলে জানা গেছে। পালিয়ে যাওয়ার সময় বাড়ির গার্ড সুরুজ মিয়া ও রিপ্রেজেনটিভ মোস্তাফিজ দূর্বৃত্তদের দেখতে পান। মাটিতে পড়ে থাকা গুরুতর আহত আব্দুল হামিদকে ডা. ইউসুফ ও তার স্ত্রী অটো রিক্সায় করে মেডিকেলে নিয়ে যান।
অপরদিকে, কি কারনে কারা আব্দুল হাকিমকে হত্যা করলো তার কুল কিনারা পায়নি পুলিশ। তবে
কোতয়ালী থানা ওসি আলতাফ হোসেন ইউনাইটেড নিউজ ২৪ ডট কম-কে জানান, খুনের সাথে জড়িত সন্দেহে ডা. ইউসুফের বাড়ির এক কর্মচারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারা তাকে হত্যা করেছে সে সর্ম্পকে তিনি নিশ্চিত হতে পারেননি। তবে তিনি জানান, অজ্ঞাত তিন ব্যক্তিকে খোঁজা হচ্ছে। এই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হলে হত্যার মুল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলেও তিনি জানান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জহুরুল ইসলাম/রংপুর