জহুরুল ইসলাম জহির, রংপুর

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস দখল করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া অগ্নিসংযোগ ইটপাটকেল নিক্ষেপ ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনের সাধারণ সম্পাদকসহ আহত হয়েছে ১৫ জন। পুলিশ ঘটনা স’ল থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে। ওই ঘটনার পর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সিলগালা করে দিয়েছে পুলিশ। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল সন্ত্রাস মুক্ত করা এবং মটর শ্রমিক নেতা মজিদকে হত্যা করার জন্য আক্রমনকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শুক্রবার থেকে রংপুর বিভাগের ৮ জেলায় ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট আহবান করেছে ।
পুলিশ জানিয়েছেন, রংপুরে মহানগর আওয়ামীলীগ নেতা যাদু হত্যার অভিযোগে রংপুর জেলা মোটর ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ গ্রেফতার হয় । যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হারুন চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। এ সময় মজিদের আমলের সকল শাখা কমিটি ভেঙ্গে ফেলে হারুন গ্রুপ।  মজিদের জামিনের পর মুল কমিটি ভেঙ্গে দিয়ে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করে তাজুল ইসলাম হারুন চৌধুরি। এ  ঘটনায় শ্রম আদালতে মামলা করে মজিদ । মামলায় মজিদ রায় পায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এম এ মজিদ পুনরায় অফিস করার জন্য গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে বারটার দিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আসলে হারুন চৌধুরির সমর্থকরা বাধা দেয়। এতে উভয় গ্রুপের শ্রমিকরাই  রড, বেকি, কুড়াল রাম দাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। রনক্ষেত্রে পরিনত হয় পুরো টার্মিনাল এলাকা। সংঘর্ষে সংগঠনের সাধারণ  সম্পাদক  এম এ মজিদ যুগ্ম সম্পাদক হারুন চৌধুরী, সড়ক সম্পাদক রাজু আহমেদ রাজু, ইসমাইল হোসন সাজু, টুটুল, রাজিব, মধু, ফজলু, শাহ আলম, হানিফ, রাকিবসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ টার্মিনাল ঘিরে ফেলে। এসময় পুলিশ টার্মিনালে অভিযান চালিয়ে শতাধিক বেকি, রড, রাম দা, চাইনিজ কুড়াল উদ্ধার ও হুমায়ুন ও শফিকুল নামের দু শ্রমিককে গ্রেফতার করে। বিক্ষুব্ধ শ্রমিকরা এসময় দ’ুটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের শ্রমিকরা এখন টার্মিনালের দুই পাশে অবস’ান নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছে। বড় ধরনের সংঘর্ষের আশংকায় টার্মিনাল এলাকায় বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা সহকারি পুলিশ সুপার কাওসার আহমেদ উপসি’ত থেকে জেলা শ্রমিক কার্যালয় পুলিশ সিলগালা করে দিয়েছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, নিয়ম অনুযায়ী আমি অফিস করার জন্য কেন্দ্রীয় টার্মিনালে যাই। কিন’ অন্যায় ভাবে হারুনের লোকজন আমার লোকদের উপর হামলা করেছে।
তাজুল ইসলাম হারুন চৌধুরি সাংবাদিকদের জানান, মজিদ বাইরের সন্ত্রাসী এনে  টার্মিনাল এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। সাধারণ শ্রমিকরা তা প্রতিহত করেছে।
এদিকে রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আকতার হোসেন বাদল জানান, রংপুর বিভাগীয় পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মজিদকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করে আহত করা , শ্রমিক নেতাদের কুপিয়ে জখমকারি সন্ত্রাসীদের গ্রেফতার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সন্ত্রাস মুক্ত করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করন এবং আগামী ২৫ ডিসেম্বর রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সভা সফল করার জন্য প্রশাসনকে সার্বিক দায়িত্ব গ্রহন করার দাবিতে আজ শুক্রবার ভোর ৬ টা থেকে ৪৮ ঘন্টা রংপুর বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘট আহবান করা হয়েছে । এ সময়ের মধ্যে দাবি মানা না হলে লাগাতার ধর্মঘট পালন করা হবে বলে তিনি প্রশাসনকে হুশিয়ার করে দেন ।
রংপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, অফিস দখল ও আধিপত্য বিস-ার নিয়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিসি’তি এখন শান- রয়েছে। উত্তপ্ত পরিসি’তি স্বাভাবিক রাখতে শ্রমিকদের জেলা কার্যালয় সিলগালা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here