জহুরুল ইসলাম জহির, রংপুর
রংপুরে আন-ঃ জেলা মোটরসাইকেল চোরাই গ্রুপের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ৭টার দিকে রংপুর শহরের মাহিগঞ্জ সাতমাথা থেকে এদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রংপুর শহরের বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন থেকে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যায়। শনিবার শহরের ধাপ এলাকার রেইনবো ক্লিনিকের সামন থেকে একটি মোটর সাইকেল চুরি করার সময় এলাকার লোকজন হাতেনাতে তাকে আটক করে পুলিশে দেয়। সে কুড়িগ্রাম জেলার আব্দুস সালামের পুত্র জসীম উদ্দিন। পরে তাকে কোতয়ালী থানা পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদে বেশ চাঞ্চলকর তথ্য বেরিয়ে আসে।
এরই সুত্র ধরে কোতয়ালী থানান এসআই কবিরুল ইসলাম কবির, মোক্তারুল ইসলাম ও মকবুল গতকাল রোববার রাতে মাহিগঞ্জ সাতমাথা এলাকায় ক্রেতা সেজে সেখানে ফাঁদ পাতে অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে। এসআই কবিরুল ইসলাম কবির জানান, গ্রেফতারকৃত জসীমের মোবাইলে ফোন আসার সুত্র ধরে আমরা তার ফোন নিয়ে ক্রেতাদের সাতমাথায় ডেকে নেই। এরপর তারা ঘটনাস’লে পৌছে গেলে তাদের গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, শনিবার গ্রেফতারকৃত জসিমের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মিঠাপুকুরের মাঠেরহাটের আঃ রশিদের পুত্র আসাদুল, পচারহাটের আঃ জলিলের পুত্র সুমন ও একই এলাকার হযরতের পুত্র মতিয়ার রহমান। এসময় তাদের নিকট থেকে ১টি চোরাই মোটরসাইকেলও আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান।