রংপুরে প্রতিপক্ষকে ফাসাঁতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করেছে আওয়ামী মুক্তিযোদ্ধালীগের কর্মীরা। বুধবার সকালে রংপুর সদরের সদ্যপুষ্কুরণী ইউপির ফতেহপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি জানিয়েছে, দীর্ঘদিন থেকে ওই এলাকার এমদাদুল হক মাষ্টার নামের এক ব্যক্তি সুদের ব্যবসা করে আসছিল। সুদের ওই টাকা মতিন নামের এক ব্যক্তির কাছে সুদের অতিরিক্ত টাকা চাইতে গেলে কথা কাটা কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতা হাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সংবাদটি ছড়িয়ে গেলে উভয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের রুপ নেয়। এতে আহত হয় কমপক্ষে ৬ জন। আহতরা হলেন, রাসেল(২৩),খায়রুল(২৪), রমজান(৩২), সুজন(২৮),একরামুল হক(৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এমদাদুল হক ম্ষ্টার আওয়ামী মুক্তিযোদ্ধালীগের ওই এলাকার কমিটির মেম্বার হওয়ায় তার সমর্থকরা ঘটনাটি ভিন্নখাতে নেয়ার চষ্টা করে। পরে তারা প্রতিপক্ষকে ফাঁসাতে পাশে অবস্থিত আওয়ামী মুক্তিযোদ্ধালীগের ক্লাবে গিয়ে সিরাজ,(২৬) বেলাল,(২৮) আজিজুল (২৯) নামের কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাঁটানো ছবি ভাংচুর করে। পরে তারাই আবার কোতয়ালী থানায় এবং রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদে লিখিত অভিযোগ দেয়। এ ঘটনায় ওই এলাকায় উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসি বলছেন, যে কোন মুহুর্তে আবারও উভয় গ্রুপের মধ্যে বড় ধরণের সংঘর্ষ হতে পারে।
এদিকে আওয়ামী মুক্তিযোদ্ধালীগ কর্মীদের হাতে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। সচেতনমহল মনে করছেন, প্রতিপক্ষকে ফাঁসাতে আওয়ামী মুক্তিযোদ্ধলীগের নামধারী কর্মীরা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করবে এটা মেনে নেয়া যায় না। তারা ছবি ভাংচুরকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জহুরুল ইসলাম জহির/রংপুর