রংপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে চলতি এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ২০১২ সালের প্রশ্ন পত্রের স্থলে ২০১১ সালের প্রশ্ন পত্র দিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছে রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষকরা। ফলে রংপুর পুলিশ লাইন স্কুলের অর্ধশতাধিক ছাত্র ছাত্রীর ১ বছর পিছিয়ে পড়ার আশংকা করা হয়েছে।

জানা গেছে, বুধবার ছিলো বাংলা ১ম পত্র পরীক্ষা। রংপুর জিলা স্কুল কেন্দ্রে পুলিশ লাইন স্কুল সহ কয়েকটি স্কুলের সীট পড়েছে। পরীক্ষা শুরু হবার পর শিক্ষকরা পরীক্ষার্ধীদের প্রশ্ন পত্র ও খাতা সরবরাহ করেন। প্রশ্ন পত্র পেয়ে ছাত্র ছাত্রীরা দেখতে পান ২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন পত্র তাদের প্রদান করা হয়েছে। প্রায় ৫০ জন ছাত্র ছাত্রী এই প্রশ্ন পত্র পেয়ে তাদের ২০১২ সালের প্রশ্ন পত্র দেবার দাবি জানালে কর্তব্যরত শিক্ষকরা তাদের যে প্রশ্ন পত্র দেয়া হয়েছে তাই দিয়ে পরীক্ষা দিতে বলে। এ ব্যাপারে  বার বার আকুতি করেও কোন কাজ হয়নি বলে ভুক্তভোগি পরীক্ষার্থীরা অভিযোগ করেন। পরীক্ষা শেষে খাতা দেবার পর বিষয়টি জানাজানি হলে ছাত্র ছাত্রীরা কাান্নায় ভেঙ্গে পড়ে। তখনই টনক নড়ে প্রধান শিক্ষক সহ শিক্ষকদের। তারা ভুল হয়েছে বলে স্বীকার করলেও কিছু করার নেই বলে জানায় ।

রংপুর পুলিশ লাইন স্কুলের এসএসসি পরীক্ষার্থী অমিত বনিক, মোখলেসুর রহমান, আলী আহসানসহ বেশ কয়েকজন পরীক্ষার্থী জানান, তারা প্রশ্ন পত্র পাবার পর কর্তব্যরত শিক্ষককে বার বার বলা সত্বেও তারা কর্নপাত করেনি। এখন তাদের কি হবে জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক জালাল উদ্দিন আকবর। তিনি এতবড় ভুল নয় ছাত্রদের শিক্ষা জীবন নষ্ট করার চক্রান্ত ছাড়া আর কি বলবো। তিনি এর প্রতিকার দাবি করেন। অভিভাবক সালাম মিয়া জানান আমার ছেলের ভবিষ্যত কি হবে। তারা নাকি পাশ মার্ক পাইয়ে দেবে। এতে করে কম নম্বরের কারনে কোথাও ভর্তি হতে পারবেনা ।

রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনা মাত্র ২টি কক্ষে ঘটেছে। যারা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতির কারনে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দিনাজপুর শিক্ষা বোর্ডের কন্ট্রোলারেরর সাথে তিনি কথা বলেছেন বলে জানান। নতুন করে আবারো পরীক্ষা নেয়া হবে কিনা তার কোন সদুত্তোর তিনি দিতে পারেন নাই ।

রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্বহীনতার বিচার দাবি করে নতুন করে পরীক্ষা দেবার দাবি জানিয়েছে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জহুরুল ইসলাম জহির/রংপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here