জহুরুল ইসলাম জহির, রংপুর
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রোববার রাত সোয়া ৮ টায় রংপুর সার্কিট হাউজে তড়িঘড়ি ডাকা এক সাংবাদিক সম্মেলনে রংপুরকে সিটি করপোরেশন ঘোষনা করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করার পদক্ষেপ গ্রহন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন।
এরশাদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ঘোষনা করেছেন রংপুরকে সিটি করপোরেশন করা হবে । এ জন্য সকল প্রস’তি সম্পন্ন হলেও ৩ মাস ধরে তা বাস-বায়ন হচ্ছেনা। এতে করে চির অবহেলিত, বঞ্চিত রংপুরের জনগনের মাঝে যে শংকা দেখা দিয়েছে প্রধানমন্ত্রী সেই শংকা দুর করে মানুষের বাসনা পুরন করবেন বলে দাবি জানান।
এরশাদ আগামী ১৮ মার্চ তিস-া ব্যারেজ অভিমুখে লং মার্চ করার ঘোষনা দিয়ে বলেন, আগের দিন ঢাকা থেকে ৮’শ গাড়ির বহর নিয়ে তিস-া ব্যারেজ অভিমুখে যাত্রা করবো। রংপুরে রাত্রি যাপন করে ১৮ জানুয়ারী দুপুর ১২ টায় রংপুর থেকে নীলফামারীর ডালিয়ায় অবসি’ত তিস-া ব্যারেজে লং মার্চ যাত্রা করবে । সেখানে ৩/৪ লাখ মানুষের মহাসমাবেশের মাধ্যমে তিস-া নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের আন্দোলন শুরু হবে। যা সারা দেশে ছড়িয়ে দেয়া হবে । তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন আমরা তো বড় লোকের দল নই দামী গাড়ি নেই আমরা গাড়ি ভাড়া করে লং মার্চে অংশ নেবো ।
এরশাদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী কথা দিয়েও তিস-া চুক্তি করেনি। নদী ভারতের নয় এটা আন-র্জাতিক নদী এভাবে এক তরফা ভাবে পানি আটকিয়ে রাখতে তারা পারেনা। তিস-া ব্যারেজে গিয়ে দেখলাম একদম পানি নেই। এ অবস’া চলতে থাকলে পুরো উত্তরাঞ্চল মুরুভুমিতে পরিনত হবে ।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন সম্পর্কে এলশাদ বলেন, সেখানে খুবই নিরপেক্ষ এবং কঠোর ভাব্ে কর্মকান্ড পরিচালনা করছে নির্বাচন কমিশন। দু’শ লোকের বেশী জমায়েত করলে পুলিশ সেই সমাবেশ ভেঙ্গে দিচ্ছে । সিইসি যাবার বেলাতেও যেভাবে কাজ করছে তাতে করে তাদের ধন্যবাদ জানান । তিনি বলেন সেখানে নিরপেক্ষ নির্বাচন হবে এ ব্যাাপারে আমার কোন সন্দেহ নেই ।
রাষ্ট্রপতির ডাকা সংলাপকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এরশাদ বলেন, এতে যদি বিএনপি বা অন্য কোন দল না আসে তাতে কিছুই যায় আসেনা । রাষ্ট্রপতি একজন ভালো মানুষ তার উদ্যোগকে স্বাগত জানাই।
তড়িঘড়ি কেন সাংবাদিক সম্মেলন সাংবাদিকেদের এমন প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, রংপুর সিটি করপোরেশন ঘোষনা না হওয়ায় আমরা উদ্বিগ্ন তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করার জন্য সাংবাদিকদের মাধ্যমে আবেদন জানাচ্ছি।
সাংবাদিক সম্মেলনে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাপা,প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গা , জাপ জেলা যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র আব্দুর রউফ মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন ।