রংপুরের মিঠাপুকুর থানা পুলিশের সাজানো আসামী ছিনতাই নাটকের ৪ দিন অতিবাহিত হলেও দোষীদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে কালক্ষেপন করে ঘটনাটি ধামাচাপার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট পুলিশ অফিসারের দাখিলকৃত এজাহারটি নথিভূক্ত না করে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছেন।
শুক্রবার বিকেলে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের নারী ২৪৪ ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, মিঠাপুকুর, রংপুরের জি,আর- ১২৪ নং মামলার গ্রেফতারী ও ক্রোকী পরোয়ানা ভূক্ত আসামী মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি (জগৎপুর) গ্রামের রুহুল আমীন এর ছেলে রাজু মিয়াকে মিঠাপুকুর থানার এস,আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাদির লোকজনের সহায়তায় পার্শ্ববর্তি ঘাঘট নদীর পাড় থেকে গ্রেফতার করে। পরে ওই এস,আই’র সঙ্গীয় ফোর্স কনষ্টেবল মিজু আসামী রাজুকে হ্যান্ডক্যাপ না পরিয়ে নিয়ে আসতে থাকলে ধৃত আসামী রাজুর চাচা রফিক মেম্বার, আঃ লতিফ, ভাই তাজুল, সাজুসহ প্রায় ১৫-২০ জন পুলিশের নিকট থেকে আসামী রাজুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এরই একপর্যায়ে ধৃত আসামীর লোকজনের সাথে মোটা অংকের টাকার বিনিময়ে সমঝোতা হলে কৌশলে আটক আসামীকে ছেড়ে দেয় ওই দারোগা ও তার সঙ্গীয় ফোর্স। পরে আসামী ছিনিয়ে নেয়ার নাটক তৈরি করে।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার ওসি (প্রশাসন) আরমান হোসেন জানান, আসামী ছিনতাইয়ে ঘটনা তাৎক্ষনিকভাবে সংশিষ্ট এস,আই তাকে জানাননি। তিনি পরে শুনেছেন। উর্ধত্বন কর্তপক্ষ এসেছিলেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও দোসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। সংশ্লিষ্ট এস,আই নুরুল ইসলাম জানান, ঘটনার পরপরই আসামী ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। ওসি সাহেব এজাহারটি এখন পর্যন্ত নথি ভূক্ত করেননি।
এলাকবাসীর অভিযোগ, বাদীর লোকজন সহযোগীতা করে পুলিশকে পলাতক আসামী রাজুকে ধরিয়ে দিলেও পুলিশ এখন নাটক করছে। তারা বলেন, আসামী ছিনতাই হলে, এখন পর্যন্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি। এলাকাবাসি আফতাব মিয়া, জলিল মিয়া জানান, সেদিন আসামি রাজুকে গ্রেফতারের পর নিয়ে যেতে যেতে পুলিশের সাথে আসামিপক্ষের লোকজনের কি যেন কথা হয়। এরপর আসামিকে নিয়ে তারা চলে যায়। পরে পুলিশ জানায়, আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। কিন্তু এসময় ঘটনাস্থলে এধরনের কোন ঘটনাই ঘটেনি।
এদিকে মামলার বাদী জাহানারা বলেছেন, বর্তমানে ছেড়ে দেয়া আসামী রাজু ও তার লোকজন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী দিচ্ছে। এছাড়াও ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য উর্ধ্বত্বন পুলিশ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ দাবী করেন তিনি।
স্বার্বিক বিষয় নিয়ে জানতে রংপুরের সহকারী পুলিশ সুপার ও মিঠাপুকুর থানার ওসি (প্রশাসন) এর সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানান।
অপরদিকে ঘটনাস্থল ঠাকুবাড়ি (জগৎপুর) গ্রামে গেলে এলাকবাসী জানায়, পুলিশের আসামী ছিনতাই নাটকের পর এখন পর্যন্ত উর্ধ্বত্বন কোন পুলিশ অফিসার সরেজমিনে ঘটনাস্থলে যাননি। তারা ঘটনা তদন্তপূর্বক পুলিশী কাজে বাধা প্রদানকারী সন্ত্রাসীদের দুষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জহুরুল ইসলাম/রপুর