জহুরুল ইসলাম জহির , রংপুর

রংপুর নগরীর  কেরানীপাড়া এলাকায় ভূমিদস্যু মোস-াফিজুর রহমান সহ কতিপয় ব্যাক্তি ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের নামে আবাসন তৈরীর নামে ২ দশমিক ১১ শতক জমি অধিগ্রহন করে দখলে নিয়েছেন। এ নিয়ে এলাকায় জনমনে অসনে-াষ ও উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে শনিবার সকালে মন্ডলপাড়া, পর্যটন পূর্বপাড়া, সাতগাড়া মিস্ত্রীপাড়া ও কেরানীপাড়ার মধ্যবর্তী হাউজিং স্টাফ কোয়ার্টার মাঠটি ঈদগাহ মাঠ হিসেবে ঘোষণার দাবী জানিয়ে এলাকাবাসি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসীর পক্ষে সাহিদা রহমান জ্যোস্না। এ সময় উপসি’ত ছিলেন রাকিবুল ইসলাম, হারুনুর রশিদ, শাহিনা বেগম সহ প্রমূখ।

লিখিত বক্তব্যে জানানো হয়, রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায়  ১৯৮৯ সালে রংপুর দিনাজপুর গৃহ সংস’ান বিভাগ ৩য় ও ৪র্থ শ্রেনীর সরকারী কর্মচারীদের আবাসনের জন্য ২ দশমিক ১১ শতক জমি অধিগ্রহন করে। যা ২৫ টি প্লট করে বরাদ্দের নামে রংপুর দিনাজপুর গৃহ সংস’ান বিভাগের কর্মকর্ত মোস-াফিজার রহমান নিজ এবং তার স্ত্রীর নামে ৪টি প্লট সহ বর্তমান ক্ষমতাসিন দলের নেতারা অন্যের নামে প্লটগুলো বরাদ্দ নেন। মোস-াফিজার রহমান সেখানে সুরম্য বাড়ি তৈরী করে এবং বাকী জায়গাগ্গাছপালা লাগিয়ে দখলে রাখে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২৫ টির মধ্যে ৫টিতে টিপনসেড ঘরনির্মান করা হলেও বাকী ২০ টি প্লট ফাঁকা পড়ে থাকে। সেই ফাঁকা হাউজিং স্টাফ কোয়ার্টার মাঠটি মন্ডলপাড়া, পর্যটন পূর্বপাড়া, সাতগাড়া মিস্ত্রীপাড়া ও কেরানীপাড়ার মধ্যবর্তী এলাকাবাসী দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠসহ বিভিন্ন খেলাধূলার আয়োজন করে আসছে। কিন’ গত ১লা জানুয়ারী সন্ত্রাসী এ্যানজেলা বাহিনী, ভূমিদস্যু ও ১ম শ্রেণীর কর্মকর্তারা হাউজিং মাঠটি দখলের চেষ্টা করে। এতে রংপুরের পুলিশ  প্রশাসন নেতাদের ইসারায় সহযোগীতা করে এলাকাবাসিকে মারপিট করে এবং তাদের নামে মিথ্যা চাদাবাজী মামলা করে হয়রানী চালাচ্ছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অধিগ্রহনকৃত জমি ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নামে বরাদ্দ ছিল কিন’ ১ম শ্রেণীর কর্মকর্তা মোস-াফিজার রহমান সহ প্রভাবশালী ব্যক্তিরা মাঠটি অবৈধভাবে দখল করে ঘর-বাড়ী নির্মানের চেষ্টা করছে।

এলাকাবাসী রংপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের ২৫ হাজার লোকের কথা বিবেচনা করে এবং শিশু-কিশোরসহ যুব সমাজকে খেলাধূলায় আগ্রহী করে তুলতে সর্বোপরি এলাকার মানুষের ঈদের নামাজ আদায়ের ব্যবস’া জন্য ঈদগাহ মাঠ হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস-ক্ষেপ কামনা করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here