কলকাতা : যৌনহেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল দক্ষিণ ভারতের একটি বৈদ্যুতিন গণমাধ্যমের এক সম্পাদককে। রবিবার সকালে তামিলনাড়ুর বেসরকারি টিভি চ্যানেল (ক্যাপ্টেন টিভি)-র সম্পাদককে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে ওই রাজ্যের পুলিশ। ইতিমধ্যেই ওই সম্পাদককে আদালতে পেশ করা হয়েছে। উল্লেখ্য ক্যাপ্টেন টিভি তামিলনাড়ুর রাজনৈতিক দল ‘দেশিয়া মুরপোক্কু দ্রাবিড়া কাঝাগাম’ (ডিএমডিকে)-র সরকারি মুখপাত্র হিসেবে কাজ করে।

ওই সম্পাদকের বিরুদ্ধেনিজের দফতরের এক মহিলা কর্মীকে বেশকয়েকবার যৌন নিগ্রহ করেছেন। পরে ওই মহিলা সংবাদকর্মী থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার পরই রবিবার সম্পাদকে গ্রেফতার করা হয়। যদিও ওই অভিযোগ সম্পর্ণ অসত্য বলে চ্যানেলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এমনকি অভিযোগের সত্যতা যাচাই না করেই সম্পাদককে গ্রেফতার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

উল্লেখ্য কয়েকদিন আগেই যৌন নিগ্রহের মামলায় অভিযুক্ত ভারতের ‘তহেলকা’ ম্যাগাজিনের সম্পাদক তরুন তেজপালকেও গ্রেফতার হতে হয়। এরপর নিজের দোষ স্বীকারও করেন তেজপাল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here