যৌনতায় খোলামেলা রাধিকা আপ্তেইউনাইটেড নিউজ ডেস্ক :: খিদে ও যৌনতা আলাদা কিছু নয়৷ দুটোই স্বাভাবিক৷ জৈবিক প্রক্রিয়া৷ শুধু এ দেশে যৌনতাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় এই যা৷ যৌনতাকে নিয়ে একমই খোলাখুলি মত প্রকাশ করলেন অভিনেত্রী রাধিকা আপ্তে৷

সম্প্রতি তাঁকে এক হলিউডি ছবিতে দেখা যাবে৷ এর আগে তিনি জানিয়েছিলেন ছবির প্রয়োজনে নগ্নতা নিয়ে তাঁর কোনও আপত্তি নেই৷ এদিন আরও খোলাখুলি তিনি যৌনতা নিয়ে তাঁর মত প্রকাশ করলেন৷ বললেন, ‘মানুষের খিদে যেরকম পায়, সেরকমই যৌনতার চাহিদা৷ দুটোই জৈবিক প্রক্রিয়া ৷

আমাদের দেশে যৌনতাকে সব সময় বড় ব্যাপার করে তোলা হয়৷’ তাঁর নতুন ছবি ‘হান্টাররর’ -এর প্রসঙ্গেই রাধিকার এরকম মন্তব্য৷ এ ছবি এক সেক্স অবসেসড ব্যক্তির কাহিনি নিয়ে৷ সে নিয়ে কথা বলতে গিয়েই ছবির নায়িকা রাধিকা জানিয়েছেন, যৌনতার বিষয়ে আমাদের এখানে বিশেষ কথা বলা হয় না ৷

সমাজে যৌনতার বেশি চাহিদাকেও খারাপ জিনিস হিসেবেই দেখা হয়৷ অভিনেত্রীর মতে এই ছুৎমার্গ বড় সমস্যা৷ এই সূত্রেই ছবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পোস্টার দেখে মনে হতে পারে ‘হান্টাররর’ বোধহয় অ্যাডাল্ড কমেডি৷ কিন্তু আসলে এটি একটি প্রেমের কাহনিই ৷

এ ছবির কেন্দ্রীয় চরিত্রও সমাজে অন্য অনেকের মতো মেয়েদের ভালোবাসে, এবং অনুমতিক্রমেই যৌনতায় লিপ্ত হয়৷ কিন্তু যৌনতা নিয়ে খুব কম কথা বলা হয়ে থাকে বলেই, কোথাও কিছু অন্যরকম বলা হলেই সমাজের ভুরু কুঁচকে যায়-এমনটাই অভিমত রাধিকার৷

অভিনেত্রী হিসেবে তাঁরও ঘনিষ্ট কোনও দৃশ্যে অভিনয় করা নিয়ে কোনও ছুৎমার্গ নেই বলেই জানিয়েছেন রাধিকা৷ তাঁর মতে, এতে আলাদা করে ভাবার কিছু নেই, কেননা এটা তাঁর জীবিকারই অঙ্গ ৷

সম্প্রতি ‘বদলাপুর’ ছবিতে তাঁকে সেমি ন্যুড দেখা গেছে৷ তবে ছবিতে এরকম দৃশ্যের অবতারণা নিয়ে খানিকটা ভিন্নমত নায়িকার৷ যে কোনও ছবিতেই স্রেফ যৌনতার জন্য দৃশ্যের আমদানিকে সমর্থন করেন না তিনি? ছবির কাহিনির প্রেক্ষিতের উপরই তা নির্ভর করে বলে মত রাধিকার৷

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here