ইউনাইটেড নিউজ ডেস্ক :: নারীর দেহে অনেকেই বাঁকের সংখ্যা বেশি বলে মনে করেন। আর এ ধারণাতে ইন্ধন যোগায় কিছু ট্যাবলয়েড। সম্প্রতি বাস্তবতার নিরিখে এর কারণ বিশ্লেষণ করা হয়েছে একটি বইতে।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। সম্প্রতি ডেভিড বেইনব্রিজ এ বিষয়ে একটি বই লিখেছেন। ‘কার্ভোলজি’ নামে সে বইতে নারীর দেহের বাঁকের সংখ্যা বেশি থাকার কারণ বিশ্লেষণ করেছেন।
নারী ও পুরুষের দেহের পার্থক্য হয় মূলত সন্তান ধারণ, সন্তান পালন ও এ-সংক্রান্ত কাজের কারণে। কিন্তু কেন? এ বিষয়ে ব্রিটিশ রিপ্রোডাক্টিভ বায়োলজিস্ট ও ভেটেরিনারি অ্যানাটোমিস্ট মি. বেইনব্রিজ ব্যাখ্যা করেন, নারীর দেহের বাঁকগুলো তৈরি হয় মূলত দেহকাঠামোর ওপর স্থাপিত পশ্চাতদেশ ও স্তনের কারণে।
এ বাঁকগুলো সন্তান ধারণ ও লালন-পালনের জন্যই প্রয়োজনীয়। যে নারীর এ বাঁকগুলো বেশি থাকে, তিনি এ কাজে বেশি উপযোগী বলে ধারণা করা হয়। মূলত বিবর্তনের ধারাতেই এমনটা সৃষ্টি হয়েছে।