কলিট তালুকদার, পাবনা প্রতিনিধি :: পাবনায় শতাধিক হতদরিদ্র, দরিদ্র যুব ও কিশোরীদের মাঝে স্বাস্থ্য প্রজনন সামগ্রী বিতরণ করেছে ওয়াইডাব্লিউসিএ।

বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আফরোজা আখতার।

ওয়াইডাব্লিইসিএ’র সভানেত্রী সন্ধ্যা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই ধারণাপত্র পাঠ করেন সংস্থার সাধারণ সম্পাদক হেনা গোস্বামী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সংস্থার সহ-সভানেত্রী সালভিয়া দাস, বোর্ড মেম্বার নয়ন সমাদ্দার, বেবী বর্মন, বাঁধন বর্মন, প্রোগ্রাম সম্পাদিকা ঝর্না সমাদ্দার, ইনচচার্জ জিনাত সুলতানাসহ অনেকে।

আয়োজকরা জানান, করোনা মোকাবিলায় আগামি তিন মাস ভূক্তভোগীদের মাঝে এই স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হবে। এর আগে পাবনা-ঢাকা মহাসড়কের মিশন হাউজের সামনে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here