অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বন্ধ হয়ে যাওয়া যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) বিনিয়োগকারীদের পাওনা টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে যুবক কমিশনের চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাত্ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, কমিশনের চেয়ারম্যান সালিস নিষ্পত্তির (আর্বিট্রেশন) মাধ্যমে যুবকের পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার সুপারিশ করেছেন।
সালিসের পাশাপাশি সম্পত্তি বিক্রিও একটি উপায় হতে পারে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যুবক কমিশনের চেয়ারম্যান বলে গেছেন, প্রতিষ্ঠানটি মানুষের কাছ থেকে টাকা নিয়ে সম্পত্তি করেছে। এ সম্পত্তি বিক্রি করে দেনা শোধ করা যায়। এ প্রস্তাবটি আমরা যাচাই করে দেখছি।’
মামলা-মোকদ্দমা করে দাবি আদায় করা যায় না উল্লেখ করে মুহিত বলেন, সালিস নিষ্পত্তির মাধ্যমে পাওনা পরিশোধ করা হলে পাওনাদাররা কিছু অর্থ হয়তো কম পাবেন। কিন্তু মামলা করলে তা দীর্ঘ মেয়াদে ঝুলে যাবে। তবে প্রতারিত মানুষকে সহায়তা করাই কমিশনের মূল উদ্দেশ্য বলে জানান অর্থমন্ত্রী।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা