বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি সে দেশে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বাতিলের দাবি জানিয়েছে৻
ঢাকায় এদিন বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, সরকারের গঠিত এই ট্রাইব্যুনালের কাজকর্মে কোনও স্বচ্ছতা নেই এবং মানুষও তাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে৻
বিএনপি বিভ্ন্নি আন্তর্জাতিক শক্তির উদ্দেশেও আহ্বান জানিয়ে বলেছে, যুদ্ধাপরাধের বিচার যে সঠিকভাবে হচ্ছে না – সেই বিষয়ে তাদের উদ্বেগও যেন তারা বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেন৻
মি আহমেদ বলেন, ‘‘যুদ্ধাপরাধের বিচার যাতে সুষ্ঠু ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়, তার জন্য বাংলাদশে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছি৻
মি আহমেদ আরও জানিয়েছেন, ট্রাইব্যুনালের আইনি কাঠামো ও বিচার কার্যক্রমে কোনও পরিবর্তন না এলে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী – যিনি এখন যুদ্ধাপরাধের অভিযোগে আটক আছেন – তিনি এই বিচার প্রক্রিয়া বর্জন করবেন৻
যুদ্ধাপরাধের বিচার যে সঠিকভাবে হচ্ছে না, নানাভাবে এই অভিযোগ গত বেশ কিছুদিন ধরে জানিয়ে এলেও বাংলাদেশে মানবতা-বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ব্যাপারে প্রধান বিরোধী দল এই প্রথম সরকারিভাবে তাদের অবস্থান এতটা স্পষ্ট করল৻
এই ট্রাইব্যুনালে বিচারের জন্য যারা আটক আছেন, তাদের অধিকাংশই বিএনপি-র জোটসঙ্গী জামায়াত-ই-ইসলামীর শীর্ষস্থানীয় নেতা, তবে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীমও একই সঙ্গে আটক আছেন৻
বিএনপি আজ অভিযোগ করেছে, ট্রাইব্যুনালের কার্যক্রমের নানা বিষয় নিয়ে মি চৌধুরীর পক্ষ থেকে এযাবত অন্তত ২৩টি আবেদনপত্র পাঠানো হয়েছে – কিন্তু তার একটিরও নিষ্পত্তি করা হয়নি৻
মওদুদ আহমেদ আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ-বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত স্টিভেন জে ৠাপ বিভিন্ন সময়ে ঢাকায় সফরে এসে যুদ্ধাপরাধের বিচারের জন্য অন্তত ছটি সুপারিশ করেছিলেন৻
কিন্তু বিএনপি-র অভিযোগ, ট্রাইব্যুনালে সেই সুপারিশগুলোর একটিও মানা হয়নি – এবং ফলে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক বিশ্বের স্বীকৃতি পেতে ব্যর্থ হয়েছে৻
মি আহমেদ বলেন, বাংলাদেশ সরকার এই ট্রাইব্যুনালকে একই সঙ্গে দেশী (ডোমেস্টিক) ও আন্তর্জাতিক বলে বর্ণনা করছে, যা পরিষ্কার স্ববিরোধিতা৻
বিএনপি-র দাবি খারিজ করল সরকার
তবে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিবিসিকে বলেছেন, আন্তর্জাতিক মানদন্ড মেনেই যুদ্ধাপরাধের বিচার চলছে এবং বিরোধী দলের দাবি মূলত এই বিচার কাজকে নস্যাৎ করার জন্য একটি শেষ চেষ্টা।
মি ইসলাম আরও বলেন, ট্রাইব্যুনাল বাতিলে বিএনপির দাবী অন্ত:সারশূন্য। কেন না, আন্তর্জাতিক মান অনুসরণ করেই বিচার হচ্ছে এবং বিচারে আরও স্বচ্ছতা আনতে তারা সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন।
তাছাড়া বিচারের মান নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভেন জে ৠাপের সুপারিশও তারা আমলে নিয়েছেন বলে আইন প্রতিমন্ত্রী দাবি করেন।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছর তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে এই বিচারের প্রক্রিয়া শুরু হয়।
এই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদী সহ দলের মোট পাঁচজন নেতা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীমের বিচার চলছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্ক