বুধবার মানিকগঞ্জের সরকারি বালক উচ্চবিদ্যালয়ে মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি তাদের সঙ্গে জোট বেঁধেছে এবং মরিয়া হয়ে উঠেছে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। আর সেটা এই বাংলাদেশের মাটিতেই হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিম-অসহায়দের টাকা মেরে খেয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে বলেন, মানিকগঞ্জবাসীর বিদ্যুত্-সমস্যা সমাধানে আরিচাঘাট এলাকায় পাওয়ার প্লান্ট স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য শিল্পকারখানা স্থাপন করা হবে।

একই সঙ্গে মানিকগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতসহ মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দেন।

এর আগে প্রধানমন্ত্রী বেলা একটায় যমুনা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে শিবালয়ে পুরাতন আরিচা ঘাট পয়েন্টে সংকুচিত এই নদীর ক্যাপিটাল ড্রেজিং উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি কপোতাক্ষ, কুশিয়ারা ও কর্ণফুলী নামে বিআইডব্লিউটিএর তিনটি ড্রেজার উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এবং স্থানীয় সাংসদ এ বি এম আনোয়ারুল হক।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here