শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, বিধ্বংসী চিন্তা বাদ দিয়ে গণতন্ত্রের পথে আসুন। যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।
শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। আপনি যতই চেষ্টা করেন, এটা বন্ধ করতে পারবেন না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। এমন কিছু করবেন না, যাতে গণতন্ত্র হুমকির মধ্যে পড়ে।
খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, আন্দোলন করেন। কিন্তু আন্দোলনের নামে মানুষ খুন করবেন কেন? আপনার উসকানির কারণে পাঁচ-পাঁচটি লাশ পড়েছে। আর কত লাশ পড়বে? তিনি বলেন, লাশ পড়লেই ঘটনা ঘটবে। আর ঘটনা ঘটলেই আপনাকে কোলে করে ক্ষমতায় বসাবে—এমন আশা করবেন না। মইনুদ্দীন-ফখরুদ্দীন আপনাকে ক্ষমতায় বসায়নি। আপনার ছেলেদের উত্তম-মধ্যম দিয়ে বিদেশে পাঠিয়েছে।
নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সার্চ কমিটির মত অনুসারে নির্বাচন কমিশন গঠিত হবে। বাংলাদেশের ইতিহাসে সরকার এই প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছে যে, তারা নির্বাচন কমিশন গঠনে হস্তক্ষেপ করছে না।
ছাত্রলীগের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কেউ অন্যায় করলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ ক্ষমা পাবে না। অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ সভাপতিত্ব করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here