যুক্তরাষ্ট্রে সরকারি হিসেব মতে বেকারত্বের হার গত তিন বছরের মধ্যে সবচাইতে কম ছিল জানুয়ারিতে।
এই হিসেব অনুযায়ী প্রায় ৮ শতাংশের মতো কমে গেছে বেকারত্বের হার।
শুধুমাত্র গত মাসেই সৃষ্টি হয়েছে প্রায় আড়াই লাখের মতো নতুন কর্মসংস্থান যা হিসেবের তুলনায় অনেক বেশি।
অর্থনৈতিক মন্দার এই সময়ে নতুন কর্মসংস্থান ব্যাপক আশার সঞ্চার করেছে দেশটিতে।
হোয়াইট হাউজ বলছে নতুন এই তথ্য এটাই প্রমাণ করে যে মার্কিন অর্থনীতি ধীরে ধীরে ক্ষতি পুষিয়ে উঠছে।
বিষয়টিতে আশার সঞ্চার হলেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন খরাপ সময় পুরোপুরি পার হতে এখনো সময় লাগবে।খবর : বিবিসি
তিনি বলেন এখনো বহু মার্কিন নাগরিকদের চাকুরী প্রয়োজন।
তবে অর্থনীতি যে উঠতির তাতে কোন সন্দেহ নেই বলে তিনি মন্তব্য করেন তিনি।
১৯৩০ সালের অর্থনৈতিক মন্দার পর যুক্তরাষ্ট্রে এখন সবচাইতে খারাপ পরিস্থিতি বিরাজ করছে।
এই পরিস্থিতিতে নতুন কাজ সৃষ্টির পুরো কৃতিত্ব দেয়া হচ্ছে বেসরকারি খাতকে।
কাজের উৎস যাই হোক না কেন বিষয়টি আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার দ্বিতীয় দফা জয়ে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক