ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::
বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছেন না বলে অভিযোগ করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আগামী রবিবার (৮ অক্টোবর) নিউ ইয়র্কের জ্যামাইকার মেরি লুইস একাডেমিতে অনুষ্ঠিতব্য একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজক শো টাইম মিউজিক। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।   
বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ও শো টাইম মিউজিক গত সোমবার (২ অক্টোবর) ন্যান্সির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ন্যান্সি।
আপনি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, নানা প্রতিবন্ধকতার কারণে আমি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না। আমার মত অনেক শিল্পীদের একই অবস্থা। কোনো দলকে সমর্থন করেন কি এ প্রশ্নের জবাবে তিনি বিএনপিকে সমর্থন করেন বলে সরাসরি উত্তর দেন। পাল্টা প্রশ্ন করে ন্যান্সি বলেন, আপনারাও কোনো না কোনো দলকে সমর্থন করেন। আপনারা প্রকাশ্যে বলছেন না। আর আমি বলছি, এটুকুই।
ন্যান্সি আরও বলেন, ১৮ বছর ধরে সঙ্গীত জগতে বিচরণ করছি। কখনো আমেরিকায় আসা হয়নি। এবারই প্রথম এলাম। আশা করি এখানে প্রাণ খুলে গান গাইবো। একজন শিল্পী হিসেবেই এখানে আমাকে তুলে ধরতে চাই। আমি যখন গান করি তখন শিল্পী সত্ত্বাই আমার মধ্যে কাজ করে।
আগামী ৮ অক্টোবর নিউইয়র্কের কুইন্সস্থ ম্যারি লুইস একাডেমি হলে তার একক সংগীতানুষ্ঠান রয়েছে। এর মূল আয়োজক শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। উপস্থাপনায় থাকবেন শামসুন্নাহার নিম্মি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here