ডেস্ক রিপোর্ট:: ঢাকা-টাঙ্গাইলের ১৩ কিলোমিটার দুই লেনের সড়ক এক লেন করার পরও ঈদ কেন্দ্রিক যাত্রায় ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের যাত্রী ও চালকরা। ফলে মহাসড়কের গাড়ির চাপ বৃদ্ধি পেয়ে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় গিয়ে পৌঁছানোয় টোল আদায় বন্ধ এবং সেতুর উপর দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয়।
এমন পরিস্থিতিতে রোববার (২৫ জুন) রাত ১২টার পর থেকে সোমবার (২৬ জুন) সকাল ৭টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে গাড়ির ধীরগতি ছিল। এছাড়া কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কোরবানি ঈদের ছুটি শুরু না হতেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে পরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এতে প্রশাসন মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব ১৩ কিলোমিটারের দুই লেনের সড়ক এক লেন করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পরিবহনগুলো এক লেন ব্যবহার করবে। এছাড়া উত্তরবঙ্গের পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর হয়ে ঘুরে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার দিকে যাবে। এরপর রোববার রাত থেকে পরিবহনের সংখ্যা বৃদ্ধি, টোল আদায় বন্ধ ও দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। রোববার রাত সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনার কারণে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে উত্তরবঙ্গগামী লেন বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এরপর সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আবারও সেতুর ওপর দুর্ঘটনা ঘটলে আবার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো সরাতে টোল আদায় বন্ধ রাখা হয়। এদিকে মহাসড়কের পরিবহন আঞ্চলিক সড়ক ব্যবহার করার কারণে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্রে জানা গেছে, রাত থেকেই মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। এছাড়া সেতুর ওপর দুর্ঘটনার কারণে সেতু দিয়ে পরিবহন চলাচল বিঘ্ন ঘটে। অন্যদিকে এলেঙ্গা হতে সেতু পর্যন্ত সড়ক এক লেনের সুবিধা পেয়ে চালকরা চার লেনে গাড়ি চলাচল করে। ফলে কার আগে কে যাবে এমন প্রতিযোগিতার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। রাতে এবং সকালে বঙ্গবন্ধু সেতুর ওপর কয়েকটি দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। এছাড়া বেশ কয়েকবার সেতুতে টোল আদায় বন্ধ ছিল। তবে সকাল ৮টার পর থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়। এখনও মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে।