মোঃ নেকবর হোসেন, কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনার কারণে যানজটে নাকাল হয়ে পড়েছে মহাসড়ক। ১৬ ঘন্টায়ও যান চলাচল স্বাভাবিক হয়নি। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। দুর্ঘটনার পর মহাসড়কের কুমিল্লার ময়নামতি থেকে মাধাইয়া পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল থেকে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৩২৫) মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে প্রায় ৩ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করলেও ততক্ষণে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। গভীর রাত থেকে ধীর গতিতে যানচলাচল শুরু হয়। এদিকে এ দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও গতকাল শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনার ১৬ ঘন্টা অতিবাহিত হলেও মহাসড়কের ১৮ কিলোমিটার জুড়ে যানজট কাটেনি।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মাসুক জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি রাত প্রায় ১টার দিকে উদ্ধার করা হয়েছে। কিন’ চালকদের এলোপাতারি গাড়ী চালানোর কারণে যানজট তীব্রতর হয়। যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।