ডেস্ক রিপোর্ট::  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ‘অস্বাভাবিক মৃত্যু’কে কেন্দ্র করে ‌‘মার্কসবাদী’দের বিরুদ্ধে ক্ষোভ ঝারলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘কারা এরা? মার্কসবাদী। এখনও বড় বড় কথা। এখনও বিজেপির সঙ্গে ঘর করছে, কখনো কংগ্রেসের সঙ্গে ঘর করছে। তৃণমূল এখনো ওদের এক নম্বর শত্রু। ওদের লজ্জা বোধ বলে কিছু নেই। আবেগ বিবেক বলে কিছু নেই।’

সোমবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ হত্যাকাণ্ডে বামদের ইঙ্গিত করে এ কথা বলেন।

মমতা বলেন, ‘যাদবপুরে ওরা পুলিশ ঢুকতে দেয় না, সিসিটিভি বসাতে দেয় না। র‍্যাগিং করে ছেলেমেয়েদের ওপর। একটা আতঙ্কের মতো হয়ে গিয়েছে পুরো যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে। আমি যার জন্য সব জায়গায় গেলেও যাদবপুরে যেতে চাই না। কারণ, পড়াশোনায় ওরা ভালো হতে পারে। কিন্তু শুধু পড়াশোনায় ভালো হলেই মানুষ হয় না, যদি তার বিবেক না থাকে, যদি সে মানবিক না হয়।’

তিনি আরও বলেন, নতুন ছেলেমেয়েরা গ্রাম বাংলা থেকে এসে ঢুকলেই তাদের ওপর অত্যাচার করা তাদের অধিকার বলে মনে করে। জামাকাপড় খুলে নিচ্ছে। এই তো অত্যাচারের নিশানা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মারা যাওয়া ওই শিক্ষার্থীর বাবার কাছে আমি মোবাইল করেছিলাম। তিনি বললেন, ‘আমার ছেলে খুব কাঁদত ও বলত অত্যাচার করেছে। আমি ওর ওখানে যাব ঠিক করেছিলাম। আমার ছেলেকে অত্যাচার করে উপর থেকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here