ঢাকা: শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে প্রানপণ চেষ্টা করেছিলো নিউজিল্যান্ড।

কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের।

ফতুল্লা স্টেডিয়ামে টাইগারদের কাছে ৪ উইকেটে হেরে বাংলাওয়াশই হতে হলো তাদেরকে ওয়ানডে সিরিজে।

৩০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শামসুর রহমান শুভ, নাঈম ইসলাম ও শেষ দিকে নাসির হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে চার বল হাতে রেখেই ৪ উইকেটের জয় ছিনিয়ে নেয় টাইগাররা।

সকালে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে স্বাগতিকরা।

নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে তারা। দলীয় ৬৬ রানের মাথায় ওপেনার অ্যান্টন ডেভচিচ ব্যক্তিগত ৪৬ রানে মাহমুদউল্লাহ রিয়াদের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর গ্র্যান্ট ইলিয়ট (৩) ও টম লাথাম (৪৩) রানে বিদায় নেন।

দলীয় ১০১ রানে তিন উইকেট হারালেও কলিন মুনরো ও রস টেলর শক্ত জুটি গড়ে দলকে এগিয়ে নেন। কলিন মুনরো ব্যক্তিগত (৮৫) রানে যখন রিয়াদের বলে সাজঘরে ফেরেন কিউইদের তখন ৪ উইকেটে ২৩১ রান। কোরে অ্যান্ডারসন ( ১) রানে সোহাগের বলে ফিরলেও টেলরকে থামাতেই পারেনি স্বাগতিক বোলাররা।

টেলর বাংলাদেশর বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের অষ্টম শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন। ৯৩ বল খেলে তিন ছয় এবং ৯টি চারে ১০৭ রান করেন তিনি। বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া বল হাতে কেউ সুবিধা করতে পারেনি।

এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ওপেনার তামিম ইকবালের পরিবর্তে একাদশে যায়গা পেয়েছে জিয়াউর রহমান। সিরিজে টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে মুশফিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩০৭/৫ (টেলর অপঃ ১০৭, মুনরো ৮৫, ডেভচিচ ৪৬, ল্যাথাম ৪৩, রনচি অপঃ ১৩, মাহমুদুল্লাহ ২/৩৬, রুবেল ১/৩৮, রাজ্জাক ১/৫৭, সোহাগ ১/৬৭)

বাংলাদেশ দল: জিয়াউর রহমান, শামসুর রহমান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাঈম ইসলাম, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here