জাহিদ আবেদীন বাবু, কেবশপুর (যশোর) প্রতিনিধি ::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৬ কেশবপুর আসনে শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ চলছে। এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন (কাঁচি) স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ( ঈগল) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জি এম হাসান (লাঙল)।
কেশবপুর পৌর এলাকার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে ভোটারের উপস্থিতি কম। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রুপালি রানী জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৩৪২৫ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১৬২৬জন, নারী ভোটার ১৭৯৯ জন। দুপুর ১ টা পযন্ত এ কেন্দ্রে ৭৭৬ জন ভোট প্রদান করেছেন।
কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার মো, রবিউল ইসলাম জানান, এ আসনে মোট ভোটার ২লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ০৯ হাজার ১৩, মহিলা ভোটার সংখ্যা ১লাখ ৮ হাজার ১০ জন ও তৃতীয় লীঙ্গের ১ জন। এ আসনে ৮১ কেন্দ্রের ৫০৮ কক্ষে ভোট গ্রহণ চলছে।