যশোর থেকে ::

এবারের এইচএসসি পরীক্ষায় ৯৬৪ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের এ তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১১৬ জন ও সাধারণ গ্রেড পেয়েছে ৮৫৮ জন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে মেধাবৃত্তির এ ফলাফল ঘোষণা করে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় ইংরেজি এবং উচ্চতর গণিতে শিক্ষার্থীরা ফলাফল খারাপ করে। এর প্রভাব পড়েছে সার্বিক ফলাফলে। এ জন্য চলতি বছরে মেধাবৃত্তির সংখ্যাও কম হয়েছে।

২০২৩ সালে এক লাখ ৯ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী অংশ নেয় এইচএসসি পরীক্ষায়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৬ হাজার ৬১৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৮৫ জন এবং ছাত্রী ৪০ হাজার ৭৩১ জন। পাসের হার ৬৯ দশমিক ৮৮। জিপিএ-৫ পেয়েছে আট হাজার ১২২ জন। তার মধ্যে ৯৬৪ জন মেধাবৃত্তি পেয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here