মালিক উজ জামান, যশোর প্রতিনিধি ::
যশোর মুক্ত দিবসে এবারো আদালতে আসা সেবাগ্রহীতাদের বিজয়ের শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে আদালতের এজলাসের দরজায় সাঁটা হয়েছে গোলাপফুল। লিখে দেয়া হয়েছে ‘যশোরমুক্ত দিবসের শুভেচ্ছা’। মঙ্গলবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতের সামনে এমন চিত্র দেখা যায়।
শুধু এ বছরেই নয়, গতবছরেও একই ভাবে বিচারপ্রার্থীদের শুভেচ্ছা জানানো হয়েছিলো। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্টদের নজর কেড়েছে। বিষয়টি নিয়ে সাড়া পড়েছে আদালতপাড়ায়। শুধু বিচারপ্রার্থী কিংবা তাদের স্বজনরাই না, আইনজীবীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মোঃ আলী রেজা বলেন , মানুষের মধ্যে দেশের প্রতি আবেগ ও সচেতনতা বাড়াতে এটি এক ব্যতিক্রমী উদ্ধ্যোগ। এতে মানুষ স্বাধীনতার প্রতি উজ্জীবিত হবে।
তিনি বলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম যশোরে আসার পর থেকে আদালতেও যশোরমুক্ত দিবস উদযাপন করা হচ্ছে। যা অনুকরণীয় উদ্যোগ বলে মন্তব্য করেন মি.রেজা।