যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ সাহাপুর গ্রামে রফিকুল ইসলাম নামের এক যুবককে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, রোববার  রাত ১০টার দিকে রাজগঞ্জ ফাঁড়ি পুলিশ সাহাপুর কাঁঠালবাগান থেকে তার লাশ উদ্ধার করে। নিহত রফিকুল ওই গ্রামেরই মৃত জাভেদ আলী মোল্যার ছেলে। হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

নিহতের ভাই ইদ্রিস আলী জানান, লিবিয়া যাওয়ার জন্য কয়েক মাস আগে ঝিকরগাছা উপজেলার নোয়ালি গ্রামের আব্দুর রাজ্জাককে আড়াই লাখ টাকা দিয়েছিল রফিকুল। কিন্তু নানা কারণ দেখিয়ে ভিসা দিতে টালবাহানা করছিল সে। রোববার রাত ৮টার দিকে মোবাইলে রাজ্জাকের ফোন পেয়ে ভিসা আনার জন্য বাড়ি থেকে বের হয় সে। রাত সাড়ে ৯টার দিকে পথচারিরা সাহাপুর কাঁঠালবাগানে রফিকুলের লাশ দেখতে পেয়ে রাজগঞ্জ ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, আড়াই লাখ টাকা আত্মসাত করতেই রাজ্জাক এই হত্যাকান্ড ঘটিয়েছে। রাজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ জিহাদুজ্জামান জানান, বিদেশ যাওয়া নিয়ে গোলযোগের সূত্র ধরে এ হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে সাহাপুর গ্রামের মফিজুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here