যশোর পৌরসভায় টেন্ডার ড্রপিং নিয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে অজ্ঞাত সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে এসে দুটি বোমা নিক্ষেপ করে বীরদর্পে চলেযায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পৌরকর্তৃপক্ষ জানায়, একটি মোটর সাইকেলে দুজন অজ্ঞাতনামা সন্ত্রাসী এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই দুটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা পৌর সভার গেটের সামনে এবং অপরটি পৌর ভবনের ওয়ালে লেগে বিষ্ফোরিত হয়। পৌরসভার একটি সূত্র জানায়, বুধবার ছিল পৌর সভার ৩১ গ্রুপ রাস্তার কাজের টেন্ডার জমাদানের শেষ দিন। যার আনুমানিক প্রাক্কলিত ব্যয় প্রায় ৭ কোটি টাকা। একাজ নিয়ে ঠিকাদারদের দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এই বোমা হামলার ঘটনা ঘটেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর