যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে লক্ষ্য করে দুর্বত্তরা বোমা নিক্ষেপ করেছে। তবে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত আছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া মডেল কলেজ রোডে এঘটনা ঘটে।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম নওয়াপাড়া বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফেরায় পথে নওয়াপাড়া মডেল কলেজ রোডে পৌঁছালে কে বা কারা তাকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। তবে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়। ক্লু উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর