ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

খুলনা থেকে যশোর হয়ে ঢাকা রুটে ৫টি ট্রেন চলাচলের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনের আয়োজন করা হয় বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় রেলস্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কাওসার আলীর সভাপতিত্বে মানববন্ধনে সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, এ মাসেই পদ্মাসেতু রেল প্রকল্পে ঢাকা-ভাঙ্গা-নড়াইল-খুলনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধন হবে। অথচ এ ট্রেন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ৩টি ট্রেনের বদলে আমরা পাব মাত্র ১টি ট্রেন। এই বঞ্চনার বিরুদ্ধে বহুবার কথা বলেও কোন সুরাহা পাওয়া যায়নি। এজন্য আমরা বৃহত্তর যশোর এর সর্বস্তরের মানুষ একিভূত হয়ে মোট ৫টি ট্রেন যশোর থেকে ছেড়ে যাবার দাবিতে মানবন্ধনে অংশ নিয়েছি।

মানববন্ধনে বক্তারা আরো কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, বেনাপোল থেকে ঢাকায় দুটি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে ঢাকার দুটি ট্রেন ও খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত একটি ট্রেন চলাচল বহাল রাখতে হবে। ঢাকায় অফিস ধরার মতো সময়ে যশোর জংশন থেকে ট্রেন দিতে হবে। আন্তঃনগর
ট্রেনে সুলভ বগি এবং ফুল, মাছ ও সবজিবাহী বগি যোগ করতে হবে। ট্রেনের ভাড়া সহনীয় পর্যায়ে নামাতে হবে। নিবন্ধনের বাইরেও টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে হবে এবং সিনিয়র সিটিজেনদের টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার দিতে হবে। জরুরি ভিত্তিতে দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল লাইন স্থাপন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতা ইকবাল কবির জাহিদ, জিল্লুর রহমান ভিটু, অ্যাড. আমিনুর রহমান হিরু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, তসলিম উর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here