ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

স্বাক্ষ্য দিতে না যাওয়ার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বর্তমান ও সাবেক ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে সমন জারি করেছেন পৃথক তিনটি আদালত। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন। এ কপি হাসপাতালের প্রশাসনিক শাখায় পৌছেছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।

সিভিল সার্জন জানান, হাসপাতালে রোগীর জখমি, মৃত ব্যক্তি ময়নাতদন্তসহ বিভিন্ন মামলার প্রতিবেদন দিয়ে থাকেন। পরবর্তীতে প্রতিবেদনের আলোকে আদালত চিকিৎসকের সাক্ষ্য (বক্তব্য) নেওয়ার জন্য তলব করেন। কিন্তু একাধিকবার স্বাক্ষ্য দিতে না যাওয়ার কারণে চুয়াডঙ্গা, যশোর ও নাড়াইল আদালত অবমাননার অভিযোগে চিকিৎসকদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। আগামী ৯ মার্চ চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং ১৪ মার্চ যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির হতে হবে।

হাসপাতালের প্রশাসনিক সূত্র জানিয়েছে, সমন পাওয়া চিকিৎসকরা হচ্ছেন মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান, বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারের হাসপাতালে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, ঝিনাইদহ মেটসের পরিচালক ডা. আরিফ আহম্মেদ, নড়াইল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কাজল মল্লিক, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওহিদুজ্জামান ডিটু, শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী, সাবেক চিকিৎসক ডা. মুসতাঈন বিল্লাহ, ডা. হাসান মাহমুদ হাদী, সাবেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক, হাসপাতালে বর্তমানে কর্মরত ডা. কল্লোল কুমার সাহা সহ তিনজন
রয়েছেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ বলেন, চুয়াডাঙ্গা থেকে কোন চিঠি আগে পাইনি। এছাড়াও হাসপাতালের কাজ করতে গিয়ে আদালতে যাওয়া হয় না। এবার প্রথম সিভিল সার্জনের মাধ্যমে আদালতের চিঠি হাতে পেয়েছি। নির্ধারিত সময়ে
আদালতে হাজির হবো।

তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, সিভিল সার্জনের অফিস থেকে দেওয়া আদালতের আদেশের কপি হাতে পেয়েছি। হাসপাতালের পক্ষ থেকে সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে যোগাযোগ করে চিঠি দেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here