মালিক উজ জামান, যশোর প্রতিনিধি ::
যশোরে শেখ হাসিনা সফটওয়্যারটেকনোলজি পার্কে শুরু হয়েছে দুই দিনব্যাপী আইটি মেলা ও শীত উৎসব। রোববার সকাল সাড়ে ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। আইটি পার্ক ইনভেস্টার অ্যাসোসিয়শনের সভাপতি আহসান কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর আল হেরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মফিজুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
এসময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন নিয়ে আইসিটি পার্ক নির্মাণ করেছিলেন তা বাস্তবায়নে এখানকার
উদ্যোক্তারা নিরলসভাবে কাজ করছে। আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট নাগরিক গড়ায় এ পার্কের উদ্যোক্তারা ভূমিকা রাখতে হবে। পার্ককে ঘিরে বিদ্যমান যেসব সমস্যা আছে সেগুলো সমাধানে উদ্যোক্তাদের সাথে প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান তিনি।
মেলায় ২০টি আইটি প্রতিষ্ঠান স্টল দিয়েছে। এসব স্টলে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স, থ্রিডি অ্যানিমেশন,
ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, কর্মী ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, হিসাব, প্রোডাকশন, সমবায়, ক্ষুদ্রঋণ সংক্রান্ত পরামর্শ ও সফটওয়্যার প্রদর্শণ করা হচ্ছে। পাশাপাশি ক্যারিয়ার ক্যাম্প ও এডুকেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এছাড়া শিক্ষার্থী, স্ট্যার্টআপ ও ফ্রিল্যান্সারদের জন্য সেমিনার, বিজনেস ডায়ালগের আয়োজন রয়েছে মেলায়। আগের দিন যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বিদেশিদের আকৃষ্ট করতে রিসোর্ট সংযুক্ত করা হয়েছে। বিনিয়োগকারীদের এক ভবনে সব সার্ভিস দিতে মূলত আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্ট চালু করা হয়েছে।
শনিবার বিকালে সাব লিজ নেয়া খান প্রোপার্টিজের চেয়ারম্যান মাসুদুর খান মিট দ্যা প্রেসে এসব কথা বলেছেন। তিনি বলেন পদ্মা সেতু চালু হওয়ায় যশোরের সাথে দেশের যোগাযোগ ব্যবস্থা অভূত উন্নতি হয়েছে। দেশের প্রথম ডিজিটাল জেলায় এখন অতীতের চেয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আসবেন। শেখ হাসিনা সফটওয়্যার পার্কে আগে যেসব বিদেশি বিনিয়োগকারী আসতেন তারা শুধুমাত্র ডরমেটরিতে রাত্রিযাপনের সুবিধা পেতেন। এখন তিন তারকা মানের হোটেল ও ক্যাফেটেরিয়া করা হয়েছে। পার্কের অভ্যন্তরের লেকটিকেও রিসোর্টের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। মিটিং, আবাসন, ঘোরাঘুরি, নিরাপত্তা, বিনোদন সব সুবিধা পাবেন। তথ্যপ্রযুক্তি খাতের মানুষের পদচারণায় মুখরিত থাকবে। বিদেশিদের নজরে আনতে ‘যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্ট’ করা হয়েছে।
খান প্রোপার্টিজের চেয়ারম্যান মাসুদুর খান বলেন, আমরা ১০ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আইটি পার্কের হোটেলকে ঘিরে রিসোর্টের সেবা দিতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। নাম দেয়া হয়েছে ‘যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্ট’। তবে আইটি পার্কের দক্ষিণ প্রান্তের মূল ভবনে সফটওয়্যার টেকিনোলজি সংক্রান্ত কার্যক্রমের কোন ব্যাঘাত হবে না। বরং আইটি খ্যাতের বিনিয়োগকারীরা আকর্ষিত হবেন।