ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

যশোর জংশন থেকে পদ্মা সেতু হয়ে স্বল্প সময়ে ঢাকা যেতে ৪ টি ট্রেন চালু সহ ৬ দফা দাবিতে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি আগামী ৩ ডিসেম্বর রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে ।

কমিটির নেতৃবৃন্দ আজ শনিবার যশোর জংশনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ।

সংবাদ সম্মেলনে বলা হয়, যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট শুরু হলে স্বল্প সময়ে ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু হয়। কিন্তু প্রকল্পের উদ্বোধনের সময় যত এগিয়ে আসছে, আমাদের স্বপ্ন তত দূরে সরে যাচ্ছে। এই প্রকল্প শুরুর আগে ঢাকার সাথে যোগাযোগের জন্য যশোর, মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর রুটে ৩ টি ট্রেন ছিলো। যেগুলো যমুনা সেতু হয়ে চলাচল করতো। বিগত সরকারের আমলে ওই রুট থেকে ২ টি ট্রেন রাজবাড়ী-ভাঙ্গা পদ্মাসেতু হয়ে চলাচর করছে।

গত মে/জুন মাসে জানা গেছে যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট শুরু হলে খুলনার ট্রেনগুলো যশোর জংশনে আসবে না। সিঙ্গিয়া স্টেশনের পর ট্রেনগুলো গতিপথ পরিবর্তন করে পদ্মবিলা, নড়াইল হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকায় যাওয়া আসা করবে। যশোর জংশন দিয়ে মাত্র ১ টি ট্রেন ( বেনাপোল এক্সপ্রেস) যাতায়াত করবে। মোবারকগঞ্জ, কোটচাঁদপুরবাসী ঢাকায় যাতায়াতের জন্র ১ টি ট্রেনও পাবে না। যশোরবাসীকে বাঘারপাড়া উপজেলার রাধানগরে অবস্থিত পদ্মবিলা স্টেশনে গিয়ে ঢাকার ট্রেন ধরতে হবে।

পদ্মাসেতু রেল প্রকল্পের সুবিধা পেতে যশোর ঢাকা লিংক প্রজেক্টের উদ্বোধনী দিনে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২ টি ট্রেন চালু,দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালু করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। একইসাথে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩ ডিসেম্বর রেলপথ অবরোধের ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের সংগঠনের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ভিটু, নাজির আহমেদ শেফার্ডসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here