ইয়ানূর রহমান, শার্শা প্রতিনিধি :: করোনাভাইরাস বিস্তাররোধে গৃহীত কর্মসূচির আওতায় যশোরে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন ৫৫৫ জন। ফলে জেলায় মোট কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়ালো এক হাজার ১০৮-এ।

যশোরের সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যশোর সদরে ৪১৪, বাঘারপাড়ায় চার, চৌগাছায় এক, ঝিকরগাছায় ৪৮, কেশবপুরে আট, মণিরামপুরে সাত এবং শার্শায় ৭৩ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন।
এই সময়কালে অভয়নগরের একজনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। তিনি সুস্থ আছেন। ডেপুটি সিভিল সার্জন ডা. প্রতিভা ঘরাই এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১০ মার্চ থেকে আজ সোমবার পর্যন্ত জেলায় মোট এক হাজার ১০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে অভয়নগরে ৪১ জন, বাঘারপাড়ায় ১২, চৌগাছায় ২৭, যশোর সদরে ৬৭৬, ঝিকরগাছায় ৮২, কেশবপুরে ২২, মণিরামপুরে ৪১ এবং শার্শায় ২০৭ জন রয়েছেন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, এই সময়কালে ১৬ জনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। এদের মধ্যে নয়জন চৌগাছার, সাতজন অভয়নগরের।
জেলায় এখনো পর্যন্ত কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হননি। কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেও নেই।
সিভিল সার্জন বলেন, ‘যাদের তত্ত্বাবধানে রেখেছি তাদের প্রত্যেকের কাছে আমাদের ফোন নাম্বার আছে। তাদের ফোন নাম্বারও আমাদের কাছে আছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন সকাল-বিকেল তাদের খোঁজ নিচ্ছেন। হোম কোয়ারেন্টাইনে কী কী নিয়ম পালন করতে হবে, তাদের সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here