যশোরে সড়ক দুর্ঘটনায় নসিমন চালকসহ দু’যুবক নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে যশোর শহরের ধর্মতলায় আলমগীর (৩০) নামে এক নসিমন চালক ট্রাকের চাপায় নিহত হয়। সে ঝিকরগাছা থেকে মাছ বোঝাই করে যশোর শহরে আসছিল। ধর্মতলায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক এসে নসিমনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আলমগীর ঝিকরগাছার বোধখানা গ্রামের করিম বক্সের ছেলে। কোতয়ালি থানার ওসি আশরাফ হোসেন জানান, ট্রাকটি পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে এদিন ভোরে যশোর মাগুরা সড়কের সীমাখালির সন্নিকটে ঈগল পরিবহণের একটি যাত্রীবাহি বাস নামাজের জন্য দাঁড়িয়েছিল। এ সময় গাড়ী থেকে যাত্রীরা নেমে পায়চারী করছিলেন। এরই মধ্যে অপর একটি পরিবহণ পিছন দিক থেকে এসে দাড়িয়ে থাকা ঈগল পরিবহণে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় যশোর বেজপাড়ার দিবাশীষ চক্রবর্তী (২৩) নামে এক যুবক। বাসটি খাদে উল্টে পড়ে ও আশপাশে পায়চারী করা আরও ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

কোতয়ালি থানার ওসি জানান, দিবাশীষের পরিবার ময়না তদন্ত করতে রাজি না হওয়ায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় শালিখা থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি এসএম শামসুল হক। তিনি জানান, ভোর ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here