যশোরে যুবলীগ কর্মী হুমায়ুন কবীর ওরফে হাতকাটা মান্নান দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে। বুধবার দুপুরে শহরের পালবাড়ি মুর্তির মোড় এলাকার একটি ড্রেন থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সন্ত্রাসীরা মঙ্গলবার রাতের যেকোন সময় এই হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

কোতয়ালি মডেল থানার ওসি আশরাফ হোসেন জানান, বুধবার দুপুরের দিকে লোকমুখে জানা যায় পালবাড়ি এলাকায় একটি ড্রেনের মধ্যে একজনের লাশ পড়ে আছে। এ খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় স্থানীয়রা লাশটি হুমায়ুন কবীর ওরফে মান্নানের লাশ হিসেবে সনাক্ত করে। সে শহরের কসবা লিচুতলা এলাকার তরিকুল ইসলামের ছেলে। নিহতের স্ত্রী আসমা বেগম লাশ সনাক্ত করে জানান, মঙ্গলবার বিকেলে তার স্বামী বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফিরেনি। গতকাল দুপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি হাসপাতালে ছুঁটে আসেন। তার ধারণা, প্রতিপক্ষ সন্ত্রাসীরা এই খুন করেছে। তিনি খুনি গ্রেফতারের দাবি জানান।

ওসি জানিয়েছেন, লাশ উদ্ধারের পর পুলিশ ক্লু উদঘাটনে তৎপরতা শুরু করেছে। সহসাই খুনিদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও তিনি দাবি করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম/যশোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here