যশোরের ঝিকরগাছার কায়েমকোলা বাজারে শুক্রবার সন্ধ্যায় মাস্তানের হাতে খুন হয়েছেন রাজমিস্ত্রি আব্দুর রহিম (৩২)। রাজমিস্ত্রির হাতের বাটালি কেড়ে নিয়ে তার পেটে ঢুকিয়ে দেয়া হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার বাড়ী বাজারের পাশে মাগুরা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, একই এলাকার সন্তোষনগরের রাজা মাস্তান মটর সাইকেলে কায়েমকোলা বাজার পার হচ্ছিল। তার সাইকেলে সামান্য ধাক্কা লাগলে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিমের হাতের বাটালি নিয়ে তার পেটে ঢুকিয়ে হত্যা করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/উযানুর রহমান/শার্শা