সিরাজুল ইসলাম সিরাজ যশোর থেকে
যশোরে নাজমুল ইসলাম (৩৫) নামে এক মাইক্রোবাস খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর মাগুরা সড়কের খাজুরা শহীদ সিরাজউদ্দিন ডিগ্রী কলেজ গেটের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সদরের আগড়াইল গ্রামের মঈনুদ্দিনের ছেলে।
স’ানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কলেজ গেটের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে সেখানে জনতার ভীঁড় জমে ওঠে। নিহতের মুখ, নাক থেতলানো এবং ঘাড়ে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হয় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক পর্যায়ে পার্শ্ববতী খাজুরা ক্যাম্প পুলিশ খবর পেয়ে ঘটনাস’ল থেকে লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা নিহত নাজমুল ইসলামের লাশ হিসেবে সনাক্ত করে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন জানান, নাজমুল পেশায় মাইক্রোবাসের চালক। বুধবার সে বাড়ি ফিরেনি।
বাঘারপাড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, কে বা কারা হত্যা করতে পারে তা জানা যায়নি। তবে পুলিশ নিহতের স্বজনদের সাথে কথা বলে খুনি আটকের চেষ্টা করছে।