যশোরের কেশবপুরে গাছের সাথে মটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় এনামুল হক নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন নিহতের চাচা বিলাল হোসেন। এঘটনায় নিহতের বেতিখোলা গ্রামে ও নারায়নপুর স্কুলে শোকের শোকের মাতম চলছে। সে ওই গ্রামের আব্দুল গফ্ফার মোড়লের ছেলে। এনামুল ৬ষ্ট শ্রেণীতে পড়তো।
শুক্রবার রাতে বিলাল হোসেন ভাতিজাকে মটরসাইকেলে করে কলাগাছি বাজারে যাচ্ছিলেন। কিছুদুর যাওয়ার পর চালক বিলাল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মটরসাইকেলটি একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় এনামুল। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের দু’জনকে স্থানীয় স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাদের যশোর কুইন্স হাসপাতালে রেফার্ড করা হয়। রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে এনামুল। তবে চাচা এখন অনেকটা সুস্থ্য হলেও ভাতিজার শোকে নির্বাক হয়ে আছেন।
এদিকে এনামুলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তার শিক্ষক সহপাঠি ও গ্রামবাসির মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম/যশোর