ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

যশোরের অভয়নগরের প্রেমবাগ এলাকায় একটি ধান ক্ষেতে বৈদ্যুতিক পিলার থেকে তার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে কনক সরদার (২০) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে। নিহত কনক সরদার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোশাররফ সরদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কনক মাদকাসক্ত এক যুবক। বৈদ্যুতিক তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে নিচে পড়ে নিহত হয়। তার কানের নিচ থেকে কোমর পর্যন্ত পুড়ে গেছে।

প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দীন বলেন, প্রেমবাগ গ্রামে যশোর-খুলনা মহাসড়কের পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে। লাইনের বৈদ্যুতিক পিলারের নিচের দিকে ডিশ লাইনের তার পেঁচানো। গতকাল রাত পৌনে তিনটার দিকে হঠাৎ এলাকার ডিশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ সকালে গ্রামের লোকজন বৈদ্যুতিক পিলারের নিচে এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

অভয়নগর থানার এসআই গোলাম হোসেন বলেন, কনক মাদকাসক্ত ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশের চামড়া পুড়ে যায়। ময়নাতদন্তের জন্যে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here