র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, ২টি ওয়ানশুটারগান, ১টি ম্যাগজিন, ৭ রাউণ্ডগুলি ও ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

বুধবার বিকেলে র‌্যাবের একটি টিম যশোরের শার্শা উপজেলার উলাসী শিশুতলা চঙ্গারমুখ এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা ২টি ওয়ানশুটারগান ও ২ রাউণ্ডগুলি ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় র‌্যাব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

এদিকে র‌্যাবের অপর একটি টিম শহরের শহীদ মশিউর রহমান সড়কে অভিযান চালিয়ে সন্ত্রাসী জাফরকে একটি নাইনএমএম পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রউণ্ডগুলিসহ একব্যক্তিকে আটক করে। আটক জাফর গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার পোনা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে যশোর শহরের পুরাতন কসবা এলাকায় বসবাস করে। এছাড়া অপর এক অভিযান চালিয়ে যশোর-সাতক্ষীরা সড়কের কুচামুড়া নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সব ঘটনায় যশোর কোতয়ালি থানায় পৃথক মামলা হয়েছে।

 

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here