সিরাজুল ইসলাম সিরাজ, যশোর

যশোর আহছানিয়া মিশন সেল্টার হোমে আরিফুল ইসলাম অনিম (৮) নামে এক শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গলায় ফাঁস লাগানো অবস’ায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সে আত্নহত্যা করেছে বলে বৃহস্পতিবার প্রচার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরের দিকে সেল্টার হোম সূত্রে খবর পেয়ে আরিফুল ইসলাম অনিমের লাশ দোতলা ভবনের সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। এসময় তার গলায় তোয়ালে দিয়ে ফাঁস লাগানো ছিল। যশোর মিশন অফিস জানায় গত ১৪/০১/২০১০ইং তারিখে ঢাকার ভিকটিম সাপট সেন্টার তেজগাও অফিস থেকে অনিমকে যশোর শেল্টার হোমে আনা হয়।

এব্যাপারে কর্মরত ম্যানেজার শাহানা খন্দকার বলেন, ঘটনার দিন আমি অফিশিয়াল কাজে অন্য জায়গায় ছিলাম ঐদিন অফিসের দ্বায়িত্বে ছিল শাহানাজ বেগম, স্বামী হাসেম আলী বিশ্বাস গ্রাম-ভেকুটিয় জেলা সদর যশোর। ছেলেটির পিতা-মাতার পরিচয় জানতে চাইলে বলেন তেজগাও অফিস ঢাকা শহরের একটি রাস-া থেকে তাকে উদ্ধার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here