যশোর ঝিনাইদহ সড়কের শানতলায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন পুলিশের অবসর প্রাপ্ত এএসআই অজিত কুমার অধিকারী (৫৫)। তিনি মটরসাইকেলযোগে যশোর শহরে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকাল ৫ টার দিকে অজিত কুমার অধিকারীর মোটরসাইকেলের বিপরীত থেকে আসা একটি ট্রাক সরাসরি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা এসে তাকে মৃত দেখতে পান। এক পর্যায়ে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহত অজিত কুমার অধিকারী যশোর সদর উপজেলা বড় হৈবৎপুর গ্রামের বাসিন্দা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম/যশোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here