সরকার উৎখাত ষড়যন্ত্রের সাথে জড়িত থাকাসহ সরকারি কাজে বাধা সৃষ্টির মামলায় যশোরে জামায়াতের ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা ঢাকায় পালানোর উদ্দেশ্যে রওনা হলে পুলিশ তাদের গ্রেফতার করে।
কোতয়ালি থানার ওসি আশরাফ হোসেন জানান, ঝিকরগাছা উপজেলার জামায়াতের আমীর মাও. আরশাদুল আলম, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান ও সাবেক সেক্রেটারী আশরাফুল আলম আত্নগোপন করেছিলেন। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা সৃষ্টিসহ সরকার উৎখাত ষড়যন্ত্রের সাথে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। ১৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি এজাহার রেকর্ড করে পুলিশ। ঝিকরগাছা থানার ওসি এনামুল হক পিপিএম জানান, আটককৃতরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার যশোর সদরের হাশিমপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতয়ালী ও ঝিকরগাছা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ গ্রেফতারে হন্নে হয়ে খুঁজছিল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর