মালিক উজ জামান, যশোর প্রতিনিধি ::
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গণ অধিকার পরিষদ যশোর জেলা শাখা আয়োজনে মানববন্ধন ও হারিকেন মিছিল হয়েছে। শুক্রবার বিকালে প্রেসক্লাব যশোরের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় মানববন্ধনে কয়েকশত মানুষ অংশ গ্রহন করে। এসময় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের যশোর জেলা শাখার আহ্বায়ক শেক ফরহাদ রহমান মুন্না, কেন্দ্রীয় যুব অধিকার নেতা ইঞ্জিনিয়ার আরিফ জামান, প্রধান প্রচার সমন্বয়ক জে এম রাজু, যশোর জেলা শাখা গন অধিকার পরিষদের সদস্য সচিব মো: সুয়াইব, আশিক ইকবাল, যুব অধিকার পরিষদ যশোর শাখার সভাপাতি মাছুম বিল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক যশোর জেলা শাখার আহ্বায়ক নুরনবী হোসেন, সদর উপজেলা আহ্বায়ক হুমায়ুন কবির মুরাদ, ছাত্র অধিকার পরিষদ যশোর জেলা শাখার সহ সভাপতি সাজিদুর রহমান শিপু প্রমুখ।
এর আগে কয়েকটি খন্ড খন্ড মিছিল শহর প্রদক্ষিন করে পেসক্লাবের সামনে জড়ো হয়।