সিরাজুল ইসলাম সিরাজ যশোর

যশোর শহরতলীর তফশীডাঙ্গায় লিয়াকত আলী (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে এই খুনের ঘটনা ঘটে। ব্যবসা সংক্রান- দ্বন্দ্বে হত্যাকান্ডটি সংঘঠিত হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। তবে স’ানীয়রা জানিয়েছে অন্যকথা। তাদের দাবি মাদক কেনাবেচার দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতার মর্গে পাঠিয়েছে। তবে এঘটনায় কেউ গ্রেফতার হয়নি। নিহত লিয়াকত তফশীডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছে, ব্যবসা সংক্রান- দ্বন্দ্বে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তফশীডাঙ্গার নিজাম, মজনু, মুজিবর ও আনজুয়ারা বেগম লিয়াকত আলীকে এলোপাতাড়ীভাবে কুপিয়ে হত্যা করে। খুনিরা দীর্ঘদিন ধরে জীবনাশের হুমকি দিয়ে আসছিল। নিরাপত্তা চেয়ে নিহত লিয়াকত আলী কোতয়ালি থানায় একটি জিডিও করেছিলেন কিন’ পুলিশ গুরুত্ব দেয়নি।

সূত্রমতে, ছাগলের জন্য কাঠালের পাতা আনতে গিয়ে লিয়াকত খুন হন। তবে স’ানীয় কয়েকটি সূত্রের দাবি, মাদক ব্যবসা সংক্রান- বিরোধে প্রতিপক্ষরা এই খুনের ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে কোতয়ালি থানার ওসি আশরাফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যাদের নাম শোনা যাচ্ছে তারাই খুনি। নিহতের ছেলে আলাউদ্দিন কয়েকদিন আগে খুনিচক্রের এক সদস্যকে ধরে পুলিশে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা লিয়াকত আলীকে খুন করে প্রতিশোধ নিয়েছে। খুনিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here